আব্দুল্লাহপুরে মাছের আড়তে অভিযান, ২০ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ
রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় মাছের আড়তে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ২০ মণ জেলিযুক্ত ভেজাল চিংড়ি জব্দ করা হয়েছে।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উয়িং এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান এসব কথা জানিয়েছেন।
মিজানুর রহমান জানান, রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় মাছের আড়তে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ২০ মণ জেলিযুক্ত ভেজাল চিংড়ি জব্দ করা হয়েছে।সকাল থেকে শুরু হওয়া এই অভিযান এখনো চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।