রাজধানীতে প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে আড়তের ফল-মূল (ভিডিওসহ)
রাজধানীতে শুক্রবার (১২ জুলাই) দুপুরে প্রবল বর্ষণে বিভিন্ন সড়ক ও রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। এসময় বর্ষণে ভেসে যায় যাত্রাবাড়ী আড়তের ফল-মূলসহ বিভিন্ন সবজি। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রবল বর্ষণে যাত্রাবাড়ীতে আড়তের ফল-মূল ভেসে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিও-তে দেখা যায়- প্রবল বর্ষণ ও বিভিন্ন দিক থেকে আসা পানির স্রোতে ভেসে যাচ্ছে ব্যবসায়ীদের কাঠাল, মিষ্টি কুমড়া, চিনাই ইত্যাদি।
দেখুন ভিডিওটি –
https://www.facebook.com/firoz.rana.9655/videos/2290772717849909/?t=0