কারাগার থেকে জামিনে মুক্ত সোহেল
নারায়ণগঞ্জ প্রতিনিধি : কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল। বৃহস্পতিবার সন্ধা ৭টা ৫মিনিটে নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার সোহেলের কারাগার থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল নারায়ণগঞ্জ কারগার থেকে সন্ধ্যায় মুক্তি পেয়েছেন। কারাগারের গেটে তাকে অভ্যর্থনা জানান বিএনপির নেতাকমীরা। এ সময় হাবিব উন নবী খান সোহেলের স্ত্রী ও দুই কন্যা উপস্থিত ছিলেন।
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানের গোল চত্বর থেকে সোহেলকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ১৪৩টি মামলা রয়েছে বলে জানা গেছে।