শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেণী কক্ষে ঢুকে ছাত্রীকে হুমকি দিল বখাটে

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় এক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে ঢুকে এক ছাত্রীকে প্রকাশ্যে হুমকি দিয়েছে একদল বখাটে। এ ঘটনার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতংক বিরাজ করছে। জানা যায়, শহরের খৈয়াসারস্থ ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কম্পিউটার বিভাগের এক ছাত্রী তার কয়েকজন সহপাঠীদের নিয়ে ল্যাবে আড্ডা দিচ্ছিল। এসময় ওই এলাকার চিহ্নিত কয়েকজন বখাটে ক্লাশে প্রবেশ করে ওই শিক্ষার্থীকে বের হতে বলে।

ছাত্রীটি বের হতে অপরাগতা প্রকাশ করলে পরে দেখে নেয়ার হুমকি দেয় বখাটেরা। বখাটেদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। এমন কি তাদের বাধা দিতে হিম্মত করেনি শিক্ষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় অর্ধশত মেয়ে শিক্ষার্থী রয়েছে। স্থানীয় ৮/১০জন চিহ্নিত সন্ত্রাসী ও বখাটে নিয়মিত এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসা মেয়ে শিক্ষার্থী রাস্তা, ক্যাম্পাট গেইটসহ বিভিন্ন স্থানে প্রায়ই উত্যক্ত করে। এমন কি বখাটেরা প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রবেশ করে শ্রেণী কক্ষ, বারান্দাসহ বিভিন্ন স্থানে গিয়ে উত্যক্ত করার চেস্টা চালায়। স্থানীয় রাজনৈতিক দলের সাথে জড়িত হওয়ায় তাদের কেউ বাধা প্রদান করতে সাহস পায়না। গত বছর একজন ছাত্রীকে উত্যক্ত করার পর তার বিদ্যালয়ে আসা বন্ধ হয়ে যায় বলে কলেজ সূত্রে জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এনড কলেজে শিক্ষকসহ ২২জন কর্মরত রয়েছেন। বখাটেদের ভয়ে কেউ কোন প্রতিবাদ করতে সাহস পায়নি। ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান জানান, ঘটনাটি শুনে আমি মেয়েটিকে ডেকে ছেলেটির নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তাকে চিনে না বলে জানায়। ছেলেটির খোঁজ খবর নেবার কথা বলেছি।

এ জাতীয় আরও খবর