লঘুচাপের সৃষ্টিনভেম্বরে ভয়াবহ ঘূর্ণি ঝড়ের শঙ্কায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা তামিলনাডু এলাকায় সৃষ্ট একটি লঘুচাপের ফলে চলতি মাসেই ভয়াবহ ঘূর্ণি ঝড়ের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। যার বর্ধিতাংশ এখনো উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।
অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বিডি২৪লাইভ কে জানান, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
তিনি জানান, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এছাড়া দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। হেমন্তের এ সময়ে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।