গোলাগুলি শেষে ২৮ ডাকাত আটক, ওসিসহ আহত ৪
নিউজ ডেস্ক : মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে ডাকাতিকালে ২৮ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় সংঘটিত বন্দুকযুদ্ধে ওসিসহ কমপক্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ বলছে, তাদের কাছে খবর ছিলো বাসটিতে যাত্রীবেশে ২৮ জন ডাকাত অবস্থান করছে। তারা একটা বড় ধরনে ডাকাতি সংঘটিত করতে যাচ্ছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একাধিক টিম বাসটিকে থামার সঙ্কেত দিলে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। পরে বাস থেকে ২৮ জনকে আটক করা হয়।
বাসের ভিতর হাত-পা বাঁধা অবস্থায় আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হামলায় আহত আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল ও পরিদর্শক জাহিদুল ইসলামসহ চার পুলিশ সদস্যকেও প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।