শিগগিরই চলচ্চিত্রে ফিরছেন পূর্ণিমা
বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা র্দীঘদিন নতুন চলচ্চিত্রে কাজ করছেন না। গত দুই ঈদে তিনি নাটক টেলিফিল্মে অভিনয় নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। যে কারণে ছোটপর্দা ছাড়া বড় পর্দায় তার উপস্থিতি ছিলো না। কোরবানীর ঈদ পেরিয়ে গেছে বেশ কিছুদিন হলো। কিন্তু নতুন কোন নাটক টেলিফিল্মে কাজ করেননি তিনি। তবে কী আপাতত সংসার সন্তান নিয়েই ব্যস্ত? জবাবে পূর্ণিমা বলেন,‘ আপাতত সংসার সন্তান নিয়েই ব্যস্ত। গত বৃহস্পতিবার দেশের বাইরে থেকে ফিরেছি। এরমধ্যে চলচ্চিত্রে কাজ করারও প্রস্তাব পেয়েছি। গল্প এবং চরিত্র ভালো লেগেছে। কিন্তু এখনো কোন কিছুই চ’ড়ান্ত হয়নি। চ’ড়ান্ত হলেই নতুন চলচ্চিত্রে কাজ শুরু করবো। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ’
এদিকে সম্প্রতি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে পূর্ণিমা জীবনে প্রথম গান গেয়েছেন। ইমরানের গাওয়া জনপ্রিয় গান ‘চলতে চলতে বলতে বলতে’ গানটিতে ইমরানের সঙ্গে গেয়েছেন তিনি। শুধু তাই নয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গানটিতে পারফর্মও করেছেন তিনি। পূর্ণিমা বলেন,‘ গান গাওয়ার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম ছিলো। যেদিন রেকর্ডিং ছিলো সেদিন আমার শরীর ভীষণ খারাপ ছিলো। তারপরও গানটির রেকর্ডিং-এর সিডিউল যেহেতু করা ছিলোম, তাই কষ্ট হলেও মন দিয়ে গানটি গেয়েছি। এখন এই গানটির জন্যও বেশ সাড়া পাচ্ছি।’ কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন পূর্ণিমা।