অনির্বাচিত মেয়রদের দিয়ে সিটি চালাচ্ছে সরকার: হান্নান শাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘এ সরকার গণতান্ত্রিক সরকার নয়, গণতান্ত্রিক মূল্যবোধ তারা বোঝে না। এমনকি নির্বাচনের আচরণবিধির একটিও তারা মানে না। যে সব জায়গায় জনগণ স্থানীয় সরকার গঠনে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছিলো, সে সকল নির্বাচিত মেয়রদের তারা সরিয়ে দিয়ে অনির্বাচিত মেয়রদের দিয়ে স্থানীয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে। এতে বোঝা যায় সরকার গণতন্ত্রের তোয়াক্কা করে না, নির্বাচনের ফলাফলকে ভয় পায়, এজন্য তারা সুষ্ঠু নির্বাচন দেয় না।’
বৃহস্পতিবার সকালে গাজীপুরের একটি আদালতে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে করা একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘এ সরকার জবরদস্তির সরকার। এ সরকারের কোন বৈধতা নেই। বিনামূল্যে সার-কীটনাশক ও ঘরে ঘরে চাকরি দেয়ার প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকার। সারা বিশ্বে যখন জ্বালানি তেলের দাম কমে অর্ধেক হচ্ছে, তখন আমাদের দেশে তার মূল্য ২৪-৬০ শতাংশ বাড়ানো হচ্ছে। তারা জনগণের পরোয়া না করে তাদের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে।’