গোপালপুর কল্যাণ ট্রাস্ট কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
নিজস্ব সংবাদদাতা : বৃক্ষ অক্সিজেন দান করে। অক্সিজেন আমাদের জীবন রক্ষা করে। প্রচন্ড তাপদাহে বৃক্ষের ছায়ায় বসে পথিক নেয় স্বস্তির নিঃশ্বাস। “গাছ লাগাও পরিবেশ বাঁচাও” এই স্লোগানকে ধারন করে গোপালপুর ঈদগাহকে সম্পদে রূপান্তর করার প্রয়াসে গোপালপুর কল্যাণ ট্রাস্ট এক বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে।
গোপালপুর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি বৃহৎ, উন্নত ও বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রাম সম্পর্কে কবি এ কে সরকার শাওন তাঁর ” অতল জলে জলাঞ্জলি” উপন্যাসে লিখেন-
“সমতটের রূপসী তন্বী
গোপালপুর তাঁর নাম!
সারি সারি সুন্দর বাড়ি
শত গুনী মানীর ধাম!”
হ্যাঁ, এই গ্রামে অনেক গুনীজনরা জন্মিয়েছেন। সবাই এই গ্রামে বেড়ে ওঠেছেন। গ্রামের মাঠে খেলেছেন। সবুজ মাঠের মখমলে ঘাসে প্রানবন্ত আড্ডা দিয়েছেন। বিশাল বিলে মাছ ধরেছেন। নৌকা ভ্রমনে শাপলার হাসির সাথে নিজেদের হাসি ছড়িয়েছেন। কিন্তু তাঁদের প্রায় সকলেই বিস্তার লাভ করেছেন বিভিন্ন শহরে বা বিশ্বের বিভিন্ন প্রান্তরে। গোপালপুরের সহজ সরল জনগণ যাদের গ্রামের কৃতি সন্তান বলে গর্ববোধ করেন সেই কৃতি সন্তানের সন্তানেরা হয়তো গোপালপুর দেখেইনি।
এমনই এক ক্ষয়িষ্ণু সময়ে একদল কর্মপাগল মানুষ গঠন করে “গোপালপুর কল্যাণ ট্রাস্ট”। আজ ৪ জুলাই ২৫ পালন করে বৃক্ষ রোপণ কর্মসূচী ও মিলাদ মাহফিল। কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এস এম মনির হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মাইনুল ইসলাম আজাদ, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মিয়া, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রিজিক সরকার, সদস্য দেলোয়ার হোসেন সুমন এবং শামীম সরকার(পশ্চিম পাড়া)।
তাদের আর্থিক সহযোগিতায় ও অন্যান্য সদস্যগনের উপস্থিতিতে ঈদগাহে একাশি, সেগুন, মেহগনি এবং বিভিন্ন ঔষধি গাছসহ সর্বমোট ১৬০ টি গাছ রোপন করা হয়। প্রতিটি গাছে খুটি, বেড়া দিয়ে ফটক বন্ধ করে। গাছগুলো পরিচর্যার জন্য এক জন লোক নিয়োগ করা হয়। মিলাদ মাহফিলের পর তাবারক বিতরণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচী সমাপ্ত হয়। নবীন এই সংগঠনটি বিশাল এক মহীরুহের আকৃতি ধারন করে আরো মহতি অনুষ্ঠান আয়োজন করবে এমনটি প্রত্যাশা করছেন সুধীমহল।