নবীনগরে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেফতার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক অভিযানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবিকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, রবিবার দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার টিএনটি পাড়ায় যৌথবাহিনীর অভিযানে পৌর যুবলীগের সহ-সভাপতি মানজুল হক মানজুকে গ্রেফতার করা হয়। অভিযানে তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র, নগদ অর্থ, চেক, দুটি পাসপোর্ট ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, রবিউল আউয়াল রবি বিটঘর ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের মামলায় আর মানজুল হক মানজুকে বিভিন্ন একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।