নবীনগর উপজেলা বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে । আজ শনিবার নবীনগর মহিলা কলেজের অডিটরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য তকদীর হোসেন মোহাম্মদ জসিম , কেন্দ্রীয় জাসাস এর যুগ্ম সম্পাদক ও সিনেটের সাবেক সদস্য মোহাম্মদ লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফুর রহমান, জেলা বিএনপির সদস্য মো: রহমতউল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম আমির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা , পৌর বিএনপির সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শুকুর খান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তাজুল ইসলাম মনা,উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো মহসিন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব, আনোয়ার হোসেন বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাওসার, শিবপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মুজিবর রহমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা দ্রুত নির্বাচন দিন যাতে ডিসেম্বরের মধ্যেই একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারে। সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা চলতে দেওয়া হবে না।