নবীনগরে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনি
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার বিটঘর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৪র্থ ও ৫ম শ্রেণির ওই দুই ছাত্রীকে দুপুর আনুমানিক দেড়টার দিকে (মধ্যান্য বিরতির সময়) বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিকক্ষে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনাম যৌন নিপীড়ন করেন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে, এরপরই যৌন নির্যাতনের স্বীকার ৪র্থ শ্রেণির ছাত্রীর মা রুনা আক্তার বাদী হয়ে স্থানীয় নবীনগর থানায় দপ্তরিকে আসামি করে মামলাটি করে।
এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক মামলার বিষয় টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দপ্তির কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনামকে গ্রেফতার করা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে।