নবীনগরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৭ শে মে মঙ্গলবার বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ( ২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর উপজেলা সমাজসেবা অফিসার রহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাজিতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:বাবুল মিয়া।
অন্যান্যদের মধ্যেই বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আঃ কাইয়ুম,নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ একে এম রেজাউল করিম, নবীনগর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা ভট্টাচার্য্য, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, আশুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফিউদ্দিন, নবীনগর দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর প্রেসক্লাব সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান কাজী জাকির উদ্দিন প্রমূখ।
সেমিনারের বক্তারা প্রশিক্ষণের মাধ্যমে পারম্ভিক জনগোষ্ঠীর কাজের সুযোগ সৃষ্টি, কর্মসংস্থানের ক্ষেত্র প্রস্তুতকরণ ও প্রান্তিক জনগোষ্ঠীর আদি পেশার টেকসই উন্নয়নে আর্থিক সহায়তার পাশাপাশি প্রকল্পে অংশগ্রহণকারী উপকার ভোগী কে গুগল ম্যাপিং এর মাধ্যমে মনিটরিং ও পেশা বিকাশে সহায়তা করাই মূল উদ্দেশ্য।