বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের হারানো গৌরব ফিরে পেতে বিশ্বব্যাপী কাজ করছেন প্রধান উপদেষ্টা

news-image

বিশেষ সংবাদদাতা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ তার হারানো গৌরব ফিরে পেতে যাচ্ছে। সেই লক্ষ্যে বিশ্বব্যাপী কাজ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের বৈদেশিক নীতির মূল লক্ষ্য বিশ্বব্যাপী দেশের ইমেজ বাড়ানো। সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টা কাজ করে চলেছেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা, আজারবাইজানের বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন ও মিশরের কায়রোতে ডি-৮ সম্মেলনে গিয়েছেন।

দেশের হারানো গৌরব ফিরে পেতে বিশ্বব্যাপী কাজ করছেন প্রধান উপদেষ্টাফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম ও ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার

তিনি বলেন, এসব সম্মেলনে যোগদানের মূল লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিক মহলের কাছে ইতিবাচকভাবে তুলে ধরা। বাংলাদেশ তার হারানো গৌরব ফিরে পেতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা যেখানে গিয়েছেন সেখানে অনেক বেশি সম্মান পাচ্ছেন। সম্মেলনগুলোতে তাই সবাই নিজেরা এসে বলেছেন তারা বাংলাদেশের পাশে আছেন। যেকোনো সহায়তায় তারা পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত ছাড়া আর কোন কোন দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নে প্রচেষ্টা চালানো হচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে প্রেস সচিব বলেন, যেকোনো দেশের গণতান্ত্রিক সরকার থাকলে বা জনগণের ভোটে নির্বাচিত হলে বিদেশের সম্মান পাওয়া যায়। বিগত সরকারের তা ছিল না। তাদের সম্পর্কে দেশের বাইরে যে ধরনের কথাবার্তা যেত সে কারণে আন্তর্জাতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা ছিল না। এ কারণে বিগত সরকারের আমলে মালয়েশিয়ায় ও বাহরাইনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়।

এমইউ/এমএএইচ/এএসএম

 

এ জাতীয় আরও খবর

তেঁতুলিয়ায় আবারও পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

যশোরে সাতসকালে সড়কে ঝরল ৩ প্রাণ

সমুদ্রে ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ৩৪ আইনজীবী

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ খালাস পাওয়া সবার বিরুদ্ধে আপিল

অস্ত্র মামলায় খালাস লুৎফুজ্জামান বাবর

রোহিঙ্গাদের ডেটাবজ ব্যবহারের সম্মতি পেয়েছে ইসি

রিমান্ডে ইনু-মেনন-আনিসুল-দীপু মনি ও সাদেক খান

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশকে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

নবীনগরে সরকারি জায়গা দখল করে অবৈধ স্হাপনা  নির্মাণ চলছে

রাজধানীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ