শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কার না হলে দায় রাজনীতিবিদ ও আমাদের নিতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : প্রয়োজনীয় সংস্কার করা না গেলে এর দায় রাজনীতিবিদদের ও অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের নিতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের দশম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সংস্কারের জন্য কতটুকু সময় লাগবে- জানতে চাইলে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা আপনাদের খুবই সুন্দরভাবে এটা বলেছেন। তার থেকে ভালো করে বলার ক্ষমতা আমার নেই। সেটা হলো- আপনারা সবাই জানেন কীসের ওপর দাঁড়িয়ে আমরা এখানে এসেছি। আপনারা জানেন দেশটা একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে আলোর দিকে ধাবিত হচ্ছে। সেই জায়গাটায় সমাজে যারা আছেন তারা যদি ধৈর্য ধরে একসঙ্গে মিলে সংস্কারের পথটা তৈরি না করি, তাহলে এটির ভিত্তিতে যা-ই করি না কেন, নির্বাচনই করি বা সংস্কারই করি, সবই কিন্তু অসম্পপূর্ণ থেকে যাবে।’

শারমীন এস মুরশিদ বলেন, ‘যুক্তির জায়গা থেকে, বিজ্ঞানের জায়গা থেকে একটা ন্যূনতম সময়সীমা লাগে, নইলে এটা করা যায় না। সেই জায়গাটি থেকে এই সময়টুকু সরকারকে দিতে হবে। সেটা যদি দেওয়া যায় আমি মনে করি তাহলে খুবই প্রয়োজনীয় কিছু সংস্কার হবে।’

সংস্কারের বিষয়ে তিনি আরও বলেন, ‘যদি না দেওয়া যায় সেটা রাজনৈতিক কারণে, সেটার দায় রাজনীতিবিদ যারা আছেন তাদের নিতে হবে এবং আমাদেরকেও নিতে হবে। কারণ সংস্কার তো হবে না, আর সংস্কার না হলে আমরা কোন তিমিরে থাকবো সেটা আপনারা ভাবুন।’