স্যানিটারি ন্যাপকিন বিক্রি, বইমেলায় দুটি স্টল বন্ধ
অনলাইন ডেস্ক : বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির কারণে দুটি স্টল বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি। আজ রবিবার বিকেলে স্টল দুটি বন্ধ করে দেওয়া হয়। বন্ধের পর কালো কাপড় দিয়ে স্টল দুটি ঢেকে দেওয়া হয়।
বইমেলা কমিটির সচিব ও বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন সংবাদমাধ্যমকে বলেন, ‘বইমেলার নীতি অনুযায়ী মেলায় বই ও খাবার ছাড়া অন্য কিছু বিক্রির সুযোগ নেই। তাই স্টল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বাংলা একাডেমির সচিব ও বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা সংবাদমাধ্যমকে বলেন, ‘মেলায় অনুমোদন ছাড়া পণ্য বিক্রির জন্য স্টল দুটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।’