জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই লড়াই করেছে দেশের মানুষ : রিজভী
অনলাইন ডেস্ক : জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই লড়াই করেছে দেশের মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করলে শেখ হাসিনাকে পালাতে হতো না। এতো হত্যাকাণ্ড চালানোর পরও কোনো অনুশোচনা নেই তার। রাষ্ট্র নিয়ে খেলা করেছে শেখ হাসিনা।
জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন হবে? এমন প্রশ্ন উত্থাপন করে রিজভী বলেন, বিরাজনীতিকরণের কারণে গণতন্ত্র আজ ভঙ্গুর হয়ে গেছে।
গণতন্ত্র যাতে বারবার হোঁচট না খায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহবান জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।