মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক : স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাখালী রেলগেট এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাখালী রেলগেট এলাকায় বসে পড়েন। এতে ঢাকা থেকে পূর্ব ও পশ্চিমাঞ্চলের কিছু অংশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে শিক্ষার্থীদের অবরোধে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।