কোনো ব্যক্তি বা দলকে সহযোগিতার জন্য দায়িত্বে আসিনি: সিইসি
মৌলভীবাজার প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামি নাই। আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু-সুন্দর গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এ নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব রাখার সুযোগ নেই।
বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরিতে সমস্যা হতো। এবার হবে তার উল্টো। কারো পক্ষে কাজ করার প্রমাণ পাওয়া গেলে চরম মূল্য দিতে হবে। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্তরা সঠিকভাবে আইন-কানুন মেনে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ব্যবস্থা করা হবে। গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার সেটি হতে দেওয়া হবে না। অবসর জীবন রেখে সুষ্ঠু নির্বাচনের ব্রত নিয়ে রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালন করতে এসেছি।
সিলেট অঞ্চল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, স্থানীয় জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় প্রমুখ। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক ও সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার স্বর্ণালী চক্রবর্ত্তী যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। দিনব্যাপী কর্মশালায় মৌলভীবাজার তথা সিলেট বিভাগের অপর তিন জেলার (সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ) জেলা-উপজেলা কার্যালয়ের অফিসারসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।