মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্দান্তকে তাসকিনকে জয় উপহার দিলেন বিজয়-বার্ল

news-image

ক্রীড়া প্রতিবেদক : মিরপুরে দুর্দান্ত বোলিং করেছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। একাই এক প্রান্ত দিয়ে ঢাকা ক্যাপিটালসের ৭ উইকেট নিয়েছেন তিনি। এমন আগুন ঝরানো বোলিংয়ের পর জয় প্রাপ্য ছিল তাসকিনের। রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় ও জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল ফিফটি করে তাকে ওই উপহার দিয়েছেন। রাজশাহীকে জিতিয়েছেন ৭ উইকেটের বড় ব্যবধানে।

তাসকিনের তোপ সামলে ৯ উইকেটে ১৭৪ রানের ভালো সংগ্রহ তোলে ঢাকা। স্টিফেন স্কিনাজি ও শাহাদাত হোসেন দিপুর ফিফটি করেন। ৩০ বছর বয়সী স্কিনাজি ২৯ বলে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলেন। ছয়টি চারের সঙ্গে দুটি ছক্কা তোলেন এই ব্যাটার। জাতীয় দলের হয়ে টেস্ট খেলা দিপুর ব্যাট থেকে আসে ৪১ বলে ৫০ রানের ইনিংস। তিনি সাতটি চারের শটে ওই রান করেন।

দলের ১৪ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার লিটন দাস (০) ও তানজিদ তামিম (৯)। শেষ দিকে থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ইনিংস ও শুভাম রঞ্জানের ১৩ বলে ২৪ রানের ইনিংস তাদের ব্যর্থতা ঢাকতে সহায়তা করে।

জবাব দিতে নেমে রাজশাহী ১৩ রানে প্রথম ও ৩১ রানে দ্বিতীয় উইকেট হারায়। ফিরে যান মোহাম্মদ হারিস (১২) ও জিসান আলম। ইনিংসের চতুর্থ ওভারে ৭ বল খেলে শূন্য করেন জিসান। এরপর ইয়াসির রাব্বি দলের ৭৩ রানে ব্যক্তিগত ২২ রানে ফিরলে চাপে পড়ে রাজশাহী। বিজয় ও বার্ল ফিফটির সঙ্গে ১০৬ রানের জুটি গড়ে দলকে জেতান।

এনামুল হক ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে নয়টি চার ও তিনটি ছক্কার শট। বার্ল ৩৩ বলে ৫৫ রান যোগ করেন। তিনটি চারের সঙ্গে তার ব্যাট থেকেও আসে তিনটি ছক্কার শট। ঢাকার অন্য বোলারদের মতো খরুচে ছিলেন মুস্তাফিজও। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ১ উইকেট।

জাতীয় দলের পেসার তাসকিন ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন। যেকোন পর্যায়ে সাদা বলে যা তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া যৌথভাবে যেকোন পর্যায়ের টি-২০’র সেরা বোলিং করেছেন তাসকিন। তিনি ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে ইনিংসে ২৮ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়েছেন। লিস্ট ‘এ’ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ২৮ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-২০তে তার সেরা বোলিং লিগার ১৬ রানে ৪ উইকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগে যা ছিল ৩১ রানে ৫ উইকেট। টি-২০’তে তার আগে ৭ উইকেট নিয়েছেন মাত্র দু’জন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দ

হামজাকে নিয়ে বাংলাদেশের ব্যাপক সাড়ায় ফুটবল দুনিয়ায় বিস্ময়

দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন

গাজায় ব্যাপক হামলা, নিহত তিন শতাধিক

বাঞ্ছারামপুরে তেল নিয়ে কারসাজি  সাত ব্যবসায়ীকে জরিমানা 

নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম ও রাজশাহীতে ফরেনসিক ডিএনএ ল্যাব শিগগিরই

এফডিসি এখন ভূতুড়ে বাড়ির মতো : নূতন

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ১২৮ জনকে বহিষ্কার

দহগ্রাম সীমান্তে আবারও কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের

পুলিশের ২ কর্মকর্তা আব্দুল মান্নান ও মোল্যা নজরুল বরখাস্ত

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর চার্লস পিটার্স