শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে বর্ষবরণের আমেজ, প্রবেশে আজও কড়াকড়ি

news-image

অনলাইন প্রতিবেদক : ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বুধবারও (১ জানুয়ারি) সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি বহাল রয়েছে। প্রবেশে কঠোরতা থাকলেও সচিবালয়ে খিষ্টীয় নববর্ষের প্রথম দিনে রয়েছে বর্ষবরণের আমেজ।

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত গভীর রাতে ৭ নম্বর ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। সাংবাদিকদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। সোমবার দুপুর থেকে সাংবাদিকরা প্রবেশ করছেন।

তবে অগ্নিকাণ্ডের পর উপদেষ্টা ও সচিবদের গাড়ি ছাড়া আরও কারো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বুধবারও সচিবালয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি।

কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে ৫ নম্বর গেট দিয়ে পায়ে হেঁটে সচিবালয়ে প্রবেশ করেছেন। সীমিত সংখ্যক সাংবাদিক ১ ও ২ নম্বর ভবনের মাঝখানের দর্শনার্থী কক্ষ দিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন।

গাড়ি ও দর্শনার্থী প্রবেশ করতে না দেওয়ায় সচিবালয়ের ভেতরের চত্বর ফাঁকা পড়ে আছে। এছাড়া আগুন লাগা ৭ নম্বর ভবন এখনও বন্ধ রয়েছে। এ ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা-সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের বাইরে বিভিন্ন জায়গায় অফিস করছেন।

তবে যারা সচিবালয়ে এসেছেন তারা সহকর্মীদের সঙ্গে নতুন বছরের (২০২৫) শুভেচ্ছা বিনিময় করছেন। কোনো কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নতুন বছর উপলক্ষে মিষ্টিমুখ করতে দেখা গেছে। কোনো কোনো মন্ত্রণালয়ের নারী কর্মকর্তা-কর্মচারীদের একই রকম শাড়ি পড়ে অফিসে আসতে দেখা গেছে।

বেলা সোয়া ১১টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক ঝাঁক নারী কর্মকর্তাকে একই রকম শাড়ি পড়ে সচিবালয়ে আসতে দেখা গেছে। তারা বলেন, নতুন বছর উপলক্ষে আমরা সবাই একই রকম শাড়ি পড়েছি।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে এসে উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে।

আরএমএম/এসএনআর/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?

‘ঢাকাইয়া দেবদাস’ হচ্ছেন আদর, সঙ্গী বুবলী

দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবর ভুয়া

রাজশাহীতে অ্যাম্বুলেন্সে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, ৩ বন্ধু নিহত

এখন খুব চিন্তা করে কথা বলতে হয় : তাহসান

জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আজকের বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়: তাহের

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ফরিদপুর রণক্ষেত্র

রিজভীর পা ধরে সালাম করে ক্লোজড হলেন ট্রাফিক সার্জেন্ট আরিফুল

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না : নাহিদ ইসলাম

ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল