শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সিসির বাঁচানোর ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

news-image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য ম্যাচটি পরিণত হয়েছে সিরিজে টিকে থাকার। শুধু সিরিজে টিকে থাকায় নয়; এর বাইরেও শঙ্কায় পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের একটি রেকর্ডও। আর সেই শঙ্কা এড়ানো যাবে যদি, সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে জয় পায় বাংলাদেশ।

নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জয় জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৮ ওয়ানডেতে জয়ের কীর্তি আছে বাংলাদেশের। পরের নামটা ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১১ ম্যাচে জয় ছিল বাংলাদেশের। তবে সবশেষ ওয়ানডেতে সেই রেকর্ডের ইতি ঘটেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১১ ওয়ানডে জয়ের পর অবশেষে হেরেছে বাংলাদেশ। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ জয়ের রেকর্ডটা ভাঙা যায়নি। এবার আরও একটি রেকর্ড হাতছাড়া হওয়ার পথে বাংলাদেশের। আর সেই রেকর্ডটি হাতছাড়া হবে যদি দ্বিতীয় ওয়ানডেতেও হেরে বসে বাংলাদেশ।

এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। এটা এখন চারে নিয়ে যাওয়ার পালা। তবে সেটি হবে সিরিজের শেষ দুই ম্যাচ জিতলে। যদিও প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সেই রেকর্ড এখন শঙ্কার মুখে। কোনো কারণে দ্বিতীয় ম্যাচটি হেরে বসলে টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ডটাও হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। তিনি বলেন, ‘আমাদের কাছে এখনও সুযোগ আছে কারণ আমরা একটিমাত্র ম্যাচ হেরেছি এবং আমরা যদি পরের ম্যাচে জিততে পারি তাহলে আমাদের সিরিজ জয়ের সুযোগ থাকবে।

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদী ছাড়া কারও সঙ্গে শত্রুতা থাকবে না : উপদেষ্টা আসিফ

ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের

গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : নাসিরুদ্দিন পাটোয়ারী

খুবি শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

‘তুমি আমার জীবনের রামধনু’

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ আরও যা হবে

ওমরাহ যাত্রীদের টিকার জট কাটছে দেশীয় ইনগোভ্যাক্সে

মিরসরাইয়ে শিক্ষার্থীদের নিয়ে খাদে পড়ে গেলো পিকনিকের বাস

চলন্ত ট্রেনে অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা

ফি কমলেও বিসিএসের আবেদনে ভাটা, বড় বাধা সেশনজট

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে: রিজভী