মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শীর্ষে উঠে গেল সাউথ আফ্রিকা, ফাইনালে যাচ্ছে না ভারত!

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচ হলো দক্ষিণ আফ্রিকার সেইন্ট জর্জ পার্ক স্টেডিয়ামে, যেখানে জিতেছে দক্ষিণ আফ্রিকা আর হেরেছে শ্রীলঙ্কা। কিন্তু কপাল পুড়েছে অনেক দূরে তাসমান সাগর পাড়ে অবস্থান করা ভারত দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে তারা এখন অনেকটাই ব্যাকফুটে। বলা চলে একটু পা হড়কালেই এবার ফাইনাল মিস হয়ে যাবে সাবেক দুই বারের ফাইনালিস্টদের।

দক্ষিণ আফ্রিকা গেবেখা টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে ১০৯ রানের ব্যবধানে। এই জয়ের পর নাটকীয়ভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে গেল টেম্বা বাভুমার দল। ১০ ম্যাচে প্রোটিয়ারা জয় পেয়েছে ৬ ম্যাচে। আর ১ ম্যাচ হয়েছে ড্র। তাদের পয়েন্ট শতাংশ এই মুহূর্তে ৬৩.৩৩।

দক্ষিণ আফ্রিকার জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তাটা এখন একেবারেই সহজ। জিততে হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের অন্তত ১ ম্যাচ। আশ্বস্ত হওয়ার বিষয়, দক্ষিণ আফ্রিকা সেই দুই ম্যাচের সিরিজ খেলবে নিজেদেরই ঘরের মাঠে। তাই প্রোটিয়ারা লর্ডসের ফাইনালে এক পা দিয়েই রেখেছে এমন মন্তব্য করলে খুব একটা অত্যুক্তি হয় না।

দক্ষিণ আফ্রিকার জয়ে অস্ট্রেলিয়া নেমে গিয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে। তবে ফাইনাল খেলার স্বপ্নটা ভালভাবেই টিকে আছে তাদের। অন্য যে কারো চেয়ে তাদের হাতে টেস্ট সংখ্যা সবচেয়ে বেশি। ভারতের বিপক্ষে চলমান সিরিজে ৩ টেস্ট ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের একটি অ্যাওয়ে সিরিজ অপেক্ষা করছে তাদের জন্য। বলা চলে, ফাইনালের পথে অস্ট্রেলিয়া বেশ ভালোভাবেই টিকে আছে।

অস্ট্রেলিয়া যদি এই সিরিজে জয় পেয়ে যায়, তবে তাদের ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। ৩-২ কিংবা ৪-১ ব্যবধানে জিতলেই তাদের জন্য সমীকরণের জটিলতা শেষ। তবে বোর্ডার-গাভাস্কার সিরিজ ২-২ সমতায় শেষ হলে শ্রীলঙ্কার বিপক্ষে ১ জয় দরকার হবে তাদের। আর ৩-২ ব্যবধানে হেরে গেলে শ্রীলঙ্কায় গিয়ে দুই ম্যাচেই জয় দরকার হবে।

কিন্তু বিপাকে পড়েছে ভারত। তাদেরকে নিজেদের পরের তিন ম্যাচে জয় পেতেই হবে। অন্যথায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তাদেরকে পড়তে হবে গাণিতিক সমীকরণের সামনে। যেটা প্রায় অসম্ভবেরই কাছাকাছি। ভারত যদি বোর্ডার-গাভাস্কার সিরিজের পরের তিন ম্যাচেই জয় পায় তবে তাদের পয়েন্ট শতাংশ হবে ৬৩ দশমিক ১৫। যা ফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের অঙ্ক

পাকিস্তান সিরিজে এক ম্যাচ জিতলেই ফাইনালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা
ভারতকে জিততে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের তিন ম্যাচ
১ ম্যাচ হারলেই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশের অপেক্ষা করবে রোহিত শর্মার দল
৩-২ কিংবা ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও অস্ট্রেলিয়ার জন্য ফাইনাল অনেকটাই নিশ্চিত।

তবে যদি অন্তত ১ ম্যাচেও হেরে যায় তবে তাদের শতাংশ নেমে যাবে ৫৭ দশমিক ৮৯-এ। যেখান থেকে ফাইনালে যেতে হলে দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তান সিরিজের দুই ম্যাচেই হারতে হবে। সেইসঙ্গে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচেই জয় পেতে হবে। সেই সিরিজে অবশ্য শ্রীলঙ্কা ১ ম্যাচ জিতলে বা ড্র করলেও ভারত লর্ডসের ফাইনালে টিকিট পেতে পারে।

তবে বর্তমান অবস্থা বিবেচনায় রোহিত শর্মার দলের জন্য সেটা বেশ কঠিনই হতে চলেছে। ৩ মাস আগেও যে দলটা ফাইনালের জন্য ছিল সবার চেয়ে ফেবারিট, তারাই এখন আকস্মিক এই বিদায়ের সামনে দাঁড়িয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের মজাটা বোধকরি এখানেই।

 

এ জাতীয় আরও খবর

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

নবীনগরে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ওমরাহ পালনে যে ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করল সৌদি সরকার

বৈষম্য বিরোধী আন্দোলন : চোঁখের আলো হারিয়ে অন্ধকার দেখছে আজিজুলের পরিবার।

এস আলম পরিবারের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পদ জব্দের আদেশ

জুলাই হত্যা মামলা: রাজনৈতিক-ব্যক্তিগত দ্বন্দ্বে ফাঁসছেন অনেকেই

এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি

লস অ্যাঞ্জেলেসে ঝড়ো বাতাসের পূর্বাভাস, আরও ভয়ংকর হতে পারে দাবানল

বক আর বুনোহাঁস খাওয়া দুই ভ্লগারকে খুঁজছে বন বিভাগ

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে

রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখন শীর্ষে