মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার পতনের পরেই সিরিয়া ফুটবলে জার্সি ও লোগো পরিবর্তন

news-image

স্পোর্টস ডেস্ক : ১২ দিনের বিপ্লব। তাতেই ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন দীর্ঘ ২৪ বছর ধরে সিরিয়ার শাসনকেন্দ্রে থাকা বাশার আল আসাদ। বাংলাদেশের পর ২০২৪ সাল দেখল আরও এক শাসনের পতন। দীর্ঘদিনের এই শাসনের অবসানের পর পরিবর্তনের ঢেউ লেগেছে সিরিয়াতে। পুরাতনকে ছেড়ে নতুন কিছু বরণ করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশটি। তাতে একেবারে শুরুর দিকেই আছে সিরিয়ার ফুটবল।

সরকার পতনের একদিন পরেই বদলে গেল সিরিয়ার ফুটবলের লোগো এবং জার্সি। উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নয়, জার্সি এবং লোগোতে লালের পরিবর্তে সবুজ রঙ নিয়ে আসা হয়েছে। এরই মধ্যে সিরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে নতুন রঙের লোগো পোস্ট করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ)।

এত দিন সিরিয়ার জার্সির মূল রং লাল থাকলেও এখন সেটি হয়েছে সবুজ। গতকাল থেকে এসএফএর অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের (ফেসবুক, এক্স) পোস্টগুলোতে লালের পরিবর্তে সবুজ রং ব্যবহার করা হচ্ছে।

এদিকে সিরিয়ার ফুটবল সংশ্লিষ্ট একটি ফেসবুক পেজে সবুজ জার্সি পরা খেলোয়াড়দের ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটি সিরিয়ার খেলার জগতের প্রথম ঐতিহাসিক পরিবর্তনকে চিহ্নিত করছে, যা কিনা স্বজনপ্রীতি, পক্ষপাত এবং দুর্নীতিমুক্ত।’ যদিও এটি সিরিয়ান ফুটবলের অফিসিয়াল ফেসবুক পেইজ নয়। তবু বিষয়টিকে সত্য বলেই ধারণা করা হচ্ছে।

বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৯৫ নম্বরে থাকা দলটি সর্বশেষ ২০১২ সালে জিতেছিল পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন ট্রফি। দেশটির ব্যাপক আকারের দারিদ্র্য আর উত্থান-পতনের মাঝেও নিজেদের এশিয়া অঞ্চলের অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে সিরিয়া।

উল্লেখ্য, সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে দুই সপ্তাহের কম সময়ের এক অভিযানে রোববার পতন ঘটেছে দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক বাশার আল-আসাদের। এদিন বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ায় প্রাণ বাঁচাতে বিমানে করে পালিয়ে গেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

নবীনগরে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ওমরাহ পালনে যে ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করল সৌদি সরকার

বৈষম্য বিরোধী আন্দোলন : চোঁখের আলো হারিয়ে অন্ধকার দেখছে আজিজুলের পরিবার।

এস আলম পরিবারের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পদ জব্দের আদেশ

জুলাই হত্যা মামলা: রাজনৈতিক-ব্যক্তিগত দ্বন্দ্বে ফাঁসছেন অনেকেই

এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি

লস অ্যাঞ্জেলেসে ঝড়ো বাতাসের পূর্বাভাস, আরও ভয়ংকর হতে পারে দাবানল

বক আর বুনোহাঁস খাওয়া দুই ভ্লগারকে খুঁজছে বন বিভাগ

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে

রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখন শীর্ষে