মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করি: আহসান খান চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বলেছেন, আমরা ব্যবসায়ীরা দেশকে ভালোবাসি। আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করি। আমরা মনে করি দেশের এ মুহূর্তে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। তাহলে ব্যবসা অনেক এগিয়ে যাবে।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রাইভেট সেক্টর আউটলুক: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শীর্ষক বাণিজ্য সম্মেলনে বিশিষ্ট প্যানেল আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

ব্যাংকিং সেক্টর নিয়ে তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে তিন মাসের মধ্যে আমরা যে জায়গায় এসেছি, আমার মনে হয় অনেক এগিয়েছি। আমি অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ জানাই এ কারণে যে আগে আমরা এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে পারতাম না এখন একটু ভালো আছি। তবে আরও অনেক দূর যেতে হবে।

বিনিয়োগ বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, এখন যদি বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। ব্যাংকিং সেক্টরকে যদি আরও ঢেলে সাজানো যায় তাহলে খুব ভালো হয়। সুদ নিয়ে বিড়ম্বনায় আছি। সুদের হার বেড়ে গেলে মূল্যস্ফীতি কমবে কিন্তু ব্যবসার ক্ষতি হবে। আমরা জানি না আর কতদিন এ বোঝা টানতে পারবো।

কৃষি উৎপাদন বাড়াতেই হবে। নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষি উৎপাদন না বাড়ালে ব্যবসায়ীদের ধরলে লাভ হবে না। মুরগি ও ডিমের দাম আমরা বাড়াচ্ছি না। উৎপাদন বাড়ানো না গেলে কৃষি খাতের মানুষের মুখে হাসি ফোটানো যাবে না।

তিনি বলেন, কোনোভাবেই উৎপাদন বন্ধ করা যাবে না। মানুষ নামবে রাস্তায় আর মার খাবে মালিক এটা হবে না। উৎপাদন বন্ধ হলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। ফলে ব্যাংকের ঋণ শোধ করা যাবে না।

আর্থিক এবং আর্থিক ব্যবস্থা নিয়ে অনেক কথা হয়েছে। ব্যবসায়ীদের জন্য যদি ঋণ বাড়াতে পারেন, ব্যবসায়িক মূলধনের (ওয়ার্কিং ক্যাপিটাল) যোগান দিতে পারেন, সুদের হার কমাতে পারেন তাহলে অচিরেই আমরা ভালো করবো এবং বাংলাদেশের ব্যবসায়িক পরিমণ্ডল আরও এগিয়ে যাবে।

এসআরএস/এমএএইচ/এএসএম

 

এ জাতীয় আরও খবর

অপরিবর্তিত থাকলো এলপিজির দাম

অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারের

ভারত সফরে আসছেন ডোনাল্ড লু, যাবেন নেপাল-শ্রীলঙ্কায়ও

ঢাকায় বাইরের চেয়ে ঘরের বাতাসে মৃত্যুঝুঁকি বেশি

ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তিনজনের

আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামালো বাংলাদেশ

পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না

চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, জামিন শুনানি পেছালো

গায়েবি মামলার অপসংস্কৃতির সংস্কার চান ৯৫ শতাংশ মানুষ

অন্তঃসত্ত্বা ছিলেন শাহিদা, বিয়ের জন্য চাপ দেওয়ায় গুলি করে হত্যা

জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল শুনানি চলছে