বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আল্টিমেটাম শেষে জাবির রেজিস্ট্রার ভবনে তালা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দুই দিনের আল্টিমেটাম শেষে রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে অবরোধ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে রেজিস্ট্রার ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে সেখানে বসে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এতে রেজিস্ট্রার ভবনে সকল ধরনের প্রবেশ-প্রস্থান বন্ধ রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মশাল মিছিল শেষে অপরাধী রিকশা চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই দিনের (শুক্র-শনি) আল্টিমেটাম দেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রেজিস্ট্রার ভবনের সামনে বসে- ‘তুমি কে আমি কে, রাঁচি রাঁচি,’ ‘আমার বোন কবরে, প্রশাসন কী করে?’, ‘রাঁচির ভাই-বোন, এক হও এক হও’, ‘জাস্টিস জাস্টিজ, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

অবরোধে অবস্থান নেওয়া বাংলা বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মাহাদী জাগো নিউজকে বলেন, আমাদের বোন রাঁচি গত ১৯ তারিখে মারা যাওয়ার পর থেকে ক্যাম্পাসে আমাদের নানা কর্মসূচি চলমান ছিল। আমাদের সর্বশেষ কর্মসূচি ছিল বৃহস্পতিবার মশাল মিছিল। সেই মশাল মিছিলে আমরা দাবি জানিয়েছিলাম যাতে অপরাধী চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হয়। এজন্য আমরা প্রশাসনকে দুই দিনের সময়ও দিয়েছি। কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এমনকি এ বিষয়ে আমাদের আশ্বাসও দিতে পারেনি।

সৈকত ইসলাম/এফএ/এমএস

 

এ জাতীয় আরও খবর

সীমান্তে বিজিবির হাতে এক ভারতীয় আটক

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: বৈদেশিক ঋণ বেড়েছে ৫৬৮ কোটি ডলার

জাকেরের বীরোচিত ইনিংস, ২৮৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

তোমরা অসম্ভবকে সম্ভব করেছ, শিক্ষার্থীদের বললেন প্রধান উপদেষ্টা

নবীনগরে দ্রুত গতিতে বাইক চালিয়ে করছিলেন টিকটক -নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে নাসিরনগরে হেফাজত ইসলামের মানববন্ধন

অপরিবর্তিত থাকলো এলপিজির দাম

অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারের

ভারত সফরে আসছেন ডোনাল্ড লু, যাবেন নেপাল-শ্রীলঙ্কায়ও

ঢাকায় বাইরের চেয়ে ঘরের বাতাসে মৃত্যুঝুঁকি বেশি

ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল