শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের ‘পর্ন তারকাকে ঘুষ প্রদান’ মামলার রায় স্থগিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদান সংক্রান্ত মামলার রায় স্থগিত ঘোষণা করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের উচ্চ আদালত। শুক্রবার এ ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক উচ্চ আদালতের বিচারপতি জুয়ান মার্চান।

কয়েক মাস আগে এ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহে মামলার রায় ঘোষণার সূচি ছিল। তার আগেই এ স্থগিতাদেশ দিলেন বিচারপতি মার্চান। এর আগেও দু’বার এ মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে।

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর গত সপ্তাহে এ মামলা খারিজ করে দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। শুক্রবার রায় ঘোষণা স্থগিতের পাশাপাশি মামলাটি খারিজের আবেদনের জন্য ট্রাম্পের আইনজীবদের সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। আগামী ২ ডিসেম্বরের মধ্যে এ আবেদন করতে পারবেন ট্রাম্পের আইনজীবীরা।

এদিকে শুক্রবার বাদিপক্ষ স্টর্মি ড্যানিয়েলসের আইনজীবী এবং ম্যানহাটান জেলার অ্যাটর্নি আলভিন ব্র্যাগ বিচারপতি মার্চানকে একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আদালতের রায় ঘোষণার দিন পিছিয়ে দেওয়া নিয়ে তিনি বা তার মক্কেলের আপত্তি নেই। এমনকি আদালত যদি চান, তাহলে ট্রাম্পের শাসনকাল শেষ হওয়া পর্যন্তও তারা অপেক্ষা করতে প্রস্তুত রয়েছেন। তবে যদি মামলা খারিজ করে দেওয়ার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে সর্বশক্তি দিয়ে তারা লড়াই করতে প্রস্তুত আছেন।

মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, ২০১১ সালে নেভাদা অঙ্গরাজ্যের লেক তাহোয়’তে একটি অভিজাত গলফ টুর্নামেন্টের শো-গার্ল হিসেবে গিয়েছিলেন স্টর্মি। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয় ঘটে এবং প্রাথমিক আলাপ পরিচয়ের এক পর্যায়ে ট্রাম্প তাকে ‘সুন্দর ভবিষ্যতের’ প্রলোভন দেখান। সেই সঙ্গে যে হোটেলে তিনি উঠেছিলেন, সেখানে ডিনারের আমন্ত্রণও জানান ট্রাম্প।

ওই সময় ‘দ্য অ্যাপ্রেন্টিস’ নামে একটি জনপ্রিয় টিভি শো সঞ্চালনা ও উপস্থাপনা করতেন ট্রাম্প। স্টর্মি ভেবেছিলেন, ওই শোতে তাকে কাজ করার সুযোগ দেওয়া হবে।

নির্ধারিত সময়ে স্টর্মি হোটেল স্যুটে পৌঁছালে খানিকক্ষণ কথাবার্তার পর তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন ট্রাম্প। এ সময় প্রথম দিকে মৃদু আপত্তি জানালেও পরে আর বাধা দেননি বলে আদালতে জানিয়েছেন স্টর্মি।

আদালতকে দেওয়া সাক্ষ্যে স্টর্মি বলেন, ঘটনার পর দ্রুত তিনি স্যুট ত্যাগ করেছিলেন, কিন্তু হোটেলের পার্কিং লটে যখন আসেন তিনি, সে সময় ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাকে এই ঘটনা গোপন রাখার জন্য হুমকি দেন।

তারপর দীর্ঘদিন আর যোগাযোগ করেননি ট্রাম্প। আদালতকে স্টর্মি জানান, এ সময় কঠিন পরিস্থিতি পার করতে হয়েছে তাকে। নিজের পরিচিত মহলে তিনি এ ঘটনা জানিয়েছিলেন এবং তাদের প্রতিক্রিয়া ছিল খুবই নেতিবাচক। তিনি প্রায় একঘরে হয়ে পড়েছিলেন। সূত্র : এনবিসি, সিএনএন, আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

৭ দিনের মধ্যে সমাধান চান রিকশাচালক-মালিকরা

জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ

বিতাড়িত স্বৈরাচার বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে : তারেক রহমান

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন : নাহিদ ইসলাম

প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে

শীতে জবুথবু কুড়িগ্রাম

এবার রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ৭ দাবি

একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার হবে না: ফখরুল

বাজার মূলধন কমলো ১২ হাজার কোটি টাকা

দিল্লির বায়ু আজও দুর্যোগপূর্ণ, খুবই অস্বাস্থ্যকর ঢাকায়

১০৪ রানেই গুটিয়ে গেলো অস্ট্রেলিয়া

পেয়ারা পাতা চিবিয়ে খেলে যে উপকার পাওয়া যায়