আমরা জেগে আছি : তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক : ‘আমরা জেগে আছি। জেগে থাকুন আপনিও’- এমন আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
শনিবার (৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তাজুল ইসলাম লেখেন, ‘অর্জিত স্বাধীনতা রক্ষায় যে জাতি জেগে থাকে তাকে কোনো অপশক্তি পরাজিত করতে পারে না। আমরা জেগে আছি। জেগে থাকুন আপনিও…।’
মূলত রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও জমায়েতের ডাককে কেন্দ্র করে তিনি ওই স্ট্যাটাস দেন। প্রায় একই সময় স্ট্যাটাস দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।
তিনি লেখেন, ‘১০ নভেম্বরে যে শিশু শ্রেণির ক্লাস করার দুঃস্বপ্ন তারা দেখতে চায়; আমরা সেই ক্লাসের পিইচডি কমপ্লিট করা ছাত্র।’
এদিকে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি পালন করবেন তারা। রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে ছাত্র-জনতাকে জমায়েতের আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহসহ অনেকে।
এ ছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, চারিদিকে শোনা যাচ্ছে আওয়ামী লীগ নাকি ১০ নভেম্বর দেশে কী করবে? তারা (আওয়ামী লীগ) বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রস্তুতি নিচ্ছে তারা। আমাদেরকে এই আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।