বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি মাসেই লঘুচাপ পরিণত হতে পারে নিম্নচাপ-ঘূর্ণিঝড়ে, নামবে শীত

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর চলতি মাসে দেশের তাপমাত্রা কমে শীত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩ নভেম্বর) বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল বিশ্লেষণ করে এই পূর্বাভাস দেয় অধিদপ্তর।

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী ফিনল্যান্ড
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে অধিদপ্তর জানায়, নভেম্বর মাসের শেষ দিকে শীত-শীত ভাব শুরু হতে পারে। তবে পুরোপুরি শীতের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। আর গেল অক্টোবরেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হলেও সেখান থেকে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। সেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় ‘দানা’। তবে সেটি বাংলাদেশে আসেনি, আঘাত হেনেছে ভারতের ওড়িশা উপকূলে।

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ নিয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, নভেম্বরের যে লঘুচাপের কথা বলা হচ্ছে সেটি মাসের দ্বিতীয় সপ্তাহেই সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৪ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর বুধবার (৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশ জুড়ে স্বাভাবিকের চাইতে ২৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে, নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিনে ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে, অন্য সময়ের বা স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। এছাড়া নভেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। এছাড়া চলতি নভেম্বর মাসে সারাদেশে ভোররাত থেকে হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে নদী অববাহিকায় কোথাও-কোথাও মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে।

এ ব্যাপারে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, কুয়াশা পড়তে শুরু করলেও প্রকৃতিতে শীত পুরোপুরি নামবে ডিসেম্বরের দিকে। তবে উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি অঞ্চলে এরই মধ্যে শীতের আবহ দেখা দিয়েছে। ভোরে প্রাণ-প্রকৃতিতে শিশিরের ছোঁয়াও দেখা যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্তে বিজিবির হাতে এক ভারতীয় আটক

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: বৈদেশিক ঋণ বেড়েছে ৫৬৮ কোটি ডলার

জাকেরের বীরোচিত ইনিংস, ২৮৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

তোমরা অসম্ভবকে সম্ভব করেছ, শিক্ষার্থীদের বললেন প্রধান উপদেষ্টা

নবীনগরে দ্রুত গতিতে বাইক চালিয়ে করছিলেন টিকটক -নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে নাসিরনগরে হেফাজত ইসলামের মানববন্ধন

অপরিবর্তিত থাকলো এলপিজির দাম

অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারের

ভারত সফরে আসছেন ডোনাল্ড লু, যাবেন নেপাল-শ্রীলঙ্কায়ও

ঢাকায় বাইরের চেয়ে ঘরের বাতাসে মৃত্যুঝুঁকি বেশি

ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল