রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইওনিয়ার রোড ও কাকরাইলে সভা-সমাবেশ নিষিদ্ধ

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর পাইওনিয়ার রোড ও কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর ১১১-৭৬)–এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

এদিকে, আগামীকাল পূর্বনির্ধারিত সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। আজ দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

‘জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, দেশটা এখন ভালো অবস্থায় নেই। শেখ হাসিনা দেশটাকে যেভাবে বিভক্তি করেছিলেন এখন একইভাবে বিভক্তি করা হচ্ছে। এখন হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, উনারা যা বলে তা-ই সঠিক, বাকি সবাই ভুল। উনারা এখন বিচারকার্যেও গিয়ে বাধা দেয়। উনাদের ইচ্ছা হলো আমাদের অফিস ভেঙে দিয়ে গেল। কারও যদি ভুল হয় সেখানে ব্যবস্থা নেওয়ার অনেক উপায় আছে, তাই বলে তাকে ধ্বংস করে দেবেন, এটা কেমন হবে।

 

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ান এমপিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমানের পোস্ট

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

ইসির সঙ্গে আজ সংলাপে বসছে তৃণমূল বিএনপিসহ ১২ দল

ঢাকার তাপমাত্রা নামল ১৯ ডিগ্রিতে

নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

ভল্ট ভাঙা থাকলেও রেজিস্টারে সবাই লেখেন ‘সব ঠিক আছে’

হাজার হাজার কোটি টাকার বীমা দাবি বকেয়া

৬ মাসেও এনা পরিবহনের বাস দুদকের হাতে যায়নি

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে ৪ বাংলাদেশির মৃত্যু

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

লতিফ সিদ্দিকীর হাজিরায় ‎সঙ্গে এলেন কাদের সিদ্দিকী

ঘাড়ের চোটে কলকাতা টেস্ট থেকে ছিটকে গেছেন গিল