কানপুর টেস্টে লিড পেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : মুমিনুলকে হারালেও শান্ত-সাদমানে লিড পেয়েছে বাংলাদেশ। ভারতের ৫২ রানের লিড ছাড়িয়ে বাংলাদেশের লিড এখন ১৭ রানের। ৩৬ রানে সাদমান ও ১১ রানে ব্যাট করছেন শান্ত। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৯ রান।
কানপুর টেস্ট বাঁচাতে বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। গতকাল মিরাজ জানিয়েছেন, এই টেস্ট ড্র করার লক্ষ্য নিয়ে শেষদিন লড়াই জমাতে চায় বাংলাদেশ। টাইগার এ অলরাউন্ডার বলেন, ‘ম্যাচে এখন এমন একটা পরিস্থিতিতে আছি, আমাদের নিজেদের বাঁচানো গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের নিরাপত্তার কথা আগে ভাবব। চেষ্টা করব, যত বেশি সময় ব্যাটিং করা যায়। এই কৌশলে খেলতে পারলে আমাদের এবং দলের জন্য ভালো হবে।’
কিন্তু ম্যাচ বাঁচানোর লড়াইয়ের চ্যালেঞ্জ নিতে গিয়ে শুরুতেই মুমিনুলকে হারাল বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারেই অশ্বিনের ঘূর্ণিতে পরাস্থ হয়ে ২ রান করে সাজঘরে ফিরলেন প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মুমিনুল। ৩ উইকেটে ৩৬ রানে ব্যাট করছে বাংলাদেশ। এখনও ১৬ রানে পিছিয়ে সফরকারীরা। ক্রিজে সাদমানের সঙ্গী শান্ত।
বৃষ্টিতে ভেসে গেছে দুই দিনের বেশি। প্রথম চার দিন মিলিয়ে খেলা হয়েছে মোটে ১২০ ওভার। তবু ম্যাচ জেতার জোর সম্ভাবনা জাগিয়ে তুলেছে ভারত। শেষ দিনে তাই কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে অন্তত ৯৮ ওভার খেলা হবে আজ। বাংলাদেশকে দ্রুত অলআউট করে ম্যাচ জেতার লক্ষ্যে নামবে ভারত। আর স্বাগতিকদের পরিকল্পনা নস্যাৎ করে দ্বিতীয় ইনিংসে বড় রান করার চ্যালেঞ্জই জিততে হবে বাংলাদেশকে।