এবার ইয়েমেনে ইসরায়েলের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ও লেবাননের পর এবার ইয়েমেনের হুদাইদা বন্দর নগরীতে বড় ধরনের বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইয়েমেনের স্থানীয় সূত্রগুলোও জানিয়েছে, ইসরায়োন বাহিনী হুদাইদা উপকূলীয় শহরে বোমা হামলা চালিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমও জানিয়েছে, তাদের বিমান বাহিনী রবিবার ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরই ইসরায়েলি বাহিনী এ হামলা চালিয়েছে।
জানা গেছে, ইসরাইলি বাহিনীর এ বিমান হামলা হুদাইদা বন্দর শহরের তেল ও জ্বালানি ডিপোগুলোকে লক্ষ্য করে করা হয়েছে।
আল মায়াদিন টিভি নেটওয়ার্কের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েলি বিমানগুলো হুদাইদার একটি বেসামরিক বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আঘাত হেনেছে। ইয়েমেনের স্থানীয় সূত্রগুলো আল মায়াদিনকে জানিয়েছে, ‘বিমান হামলার ফলে হুদাইদা বন্দরে তেলের ট্যাংকগুলোতে আগুন ধরে গেছে এবং ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।’