মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ইলেকট্রনিক্স পণ্যে ফ্রি সার্ভিস দিচ্ছে ভিশন

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত যেকোনো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের জন্য ফ্রি সার্ভিস দিচ্ছে আরএফএল গ্রুপের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ‘ভিশন’। এরইমধ্যে কুমিলা, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীতে সার্ভিস ক্যাম্পেইন চালু করা হয়েছে।

ভিশন ইলেকট্রনিক্সের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী বলেন, বন্যার কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় বিপুল সংখ্যক গ্রাহকের টিভি, ফ্রিজসহ হাজার হাজার ইলেকট্রনিক্স পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পণ্য সচল করতে সার্ভিসিংয়ের প্রয়োজন পড়বে। তাই বন্যাকবলিত গ্রাহকদের জন্য ভিশন ইলেকট্রনিক্স ভিশনসহ যে কোনো ব্র্যান্ডের পণ্য মেরামতে ফ্রি সার্ভিস প্রদান করছে।

বন্যার্তদের পাশে দাঁড়াতে ভিশন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স পণ্যের সার্ভিস পেতে forms.gle লিংকে প্রবেশ করে অথবা প্রাণ-আরএফএল গ্রুপের কল সেন্টার নম্বর ০৮০০-৭৭৭৭৭৭৭ এ কল করেও রেজিস্টেশন করতে পারবেন।

রেজিস্টেশনের পরে ভিশন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে যোগাযোগ করা হবে এবং দ্রুত সময়ের ভেতরে সেবা প্রদান করা হবে। ক্যাম্পেইনের আওতায় ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়া এবং অন্য ব্র্যান্ডের পণ্যের ক্ষেত্রে স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ প্রয়োজন হলে গ্রাহককে শুধু সেটির মূল্য প্রদান করতে হবে।

এছাড়াও ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির উদ্যোগে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে প্রায় ৩০ হাজার বন্যার্ত মানুষকে শুকনো খাবার ও বোতলজাত পানি সরবরাহ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ