শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এক দশক পর ইংল্যান্ডকে টেস্ট হারাল শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : দশ পঞ্জিকাবর্ষ আগে ইংল্যান্ডকে টেস্ট হারিয়েছিল শ্রীলঙ্কা। ২০১৪ সালের ২০ জুন লিডসে ইংলিশবধ করেছিল লঙ্কানরা। সেই দলে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধানেরা ছিলেন। এবার পাথুন নিশাঙ্কার দুর্দান্ত এক সেঞ্চুরিতে লন্ডনের কেনিংটন ওভাল টেস্টে ৮ উইকেটের জয় পেয়েছে ধনাঞ্জয়া ডি সিলভার শ্রীলঙ্কা। তবে ইংল্যান্ড সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

সিরিজ হারলেও শ্রীলঙ্কা দারুণ লড়াই করেছে এবং শেষ পর্যন্ত ঐতিহাসিক জয় তুলে নিয়েছে। ২০১৪ সালের ওই জয়ের পর ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ১০টি টেস্ট খেলেছে। যার ৯টিতে হেরেছে লঙ্কানরা। এবার প্রথম ইনিংসে বড় রানে পিছিয়ে থেকেও লঙ্কানরা দাপট দেখিয়ে জিতেছে।

কেনিংটন ওভালে প্রথম ইনিংসে ৩২৫ রান তোলে ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেট ৮৬ রান করেন। বেন স্টোকসের জায়গায় নেতৃত্ব পেয়ে তিনে নামা ওলি পোপ খেলেন ১৫৬ বলে ১৫৪ রানের দারুণ ইনিংস। তবে দলের আর কোন ব্যাটার বলার মতো রান পাননি। ২০ রানের ঘরে ঢুকতে পারেননি কেউ।

জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়ে যায়। ওপেনার পাথুন নিশাঙ্কা ওই ইনিংসে খেলেন ৫১ বলে ৬৪ রানের ইনিংস। এছাড়া অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ৬৯ ও কামিন্দু মেন্ডিস ৬৪ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংস থেকে ইংলিশরা ৬২ রানের লিড নেয়।

কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা সুবিধা করতে পারেনি। শ্রীলঙ্কার বোলিং তোপে মাত্র ১৫৬ রানে অলআউট হয় স্বাগতিক ইংল্যান্ড। ওই ইনিংসে জেমি স্মিথ ৬৭ রান করেন। ড্যান লরেন্স ৩৫ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডকে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ২১৯ রানের লক্ষ্য দেয়।

জবাবে শ্রীলঙ্কা শুরুতে দিমুথ করুনারত্নেকে হারালেও পরে নিশাঙ্কার দাপটে সহজে জয় তুলে নেয়। নিশাঙ্কা দ্বিতীয় ইনিংসে ১২৪ বলে ১২৭ রানের হার না মানা ইনিংস খেলেন। ১৩টি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া কুশল মেন্ডিস ৩৯ রান করেন। অ্যাঞ্জেল ম্যাথুস জয়ের পথে খেলেন ৩২ রানের ইনিংস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, শনাক্ত ৯২৭

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে : আসিফ নজরুল

১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

বাঞ্ছারামপুরে স্বামীকে হত্যা করে করলেন ১১ টুকরো, স্ত্রীসহ দুইজন আটক

জোড়া গোল করে ৪৬তম ট্রফি জিতলেন মেসি

স্বামীর পর মারা গেলেন স্ত্রী, আশঙ্কাজনক শিশুসন্তান

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

বিদ্যুৎ ও জ্বালানি পর্যালোচনায় জাতীয় রিভিউ কমিটির গণবিজ্ঞপ্তি

গাজীপুরে আন্দোলনে না যাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হামলা-ভাঙচুর

হজে যেতে প্রাক-নিবন্ধন করেছেন ৫২৮৩৬ জন

বার্ড ফ্লু : ভিয়েতনামে প্রাণ গেল ৪৭টি বাঘ, ৩টি সিংহের