নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে উপজেলার চাপরতলা ইউপির উড়িয়াইন গ্রামে। উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়া চৌধুরী ও স্থানীয়রা জানায়,উড়িয়াইন গ্রামের বদলাবাড়ির শাহ আলমের মেয়ে মোছাম্মদ আখিঁ আক্তার(৭)সকালে সবার অজান্তে বাড়ির পাশ্ববর্তী খালের পানিতে পড়ে নিখোঁজ হয়।
পরিবারের লোকজন আখিঁকে অনেক খোঁজাখুজির করে একপর্যায়ে খালের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। আখিঁ আক্তার উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রি।