ধীরে ধীরে খুলছে রাজধানীর স্কুলগুলো
ধীরে ধীরে খুলতে শুরু করেছে রাজধানীর স্কুলগুলো। তবে এখনও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের। সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে তারাও রয়েছেন দোটানায়।
রোববার (১১ আগস্ট) সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীর কিছু স্কুল খোলা পাওয়া গেছে আবার কিছু বন্ধ। বেসরকারি স্কুলগুলোর মধ্যে কিছু খোলা থাকলেও সরকারি স্কুলগুলোর অধিকাংশই বন্ধ। হাতেগোনা কয়েকটি স্কুল খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো কম। যারা এসছেন তাদের মধ্যেও দেখা গেছে এক ধরনের অস্বস্তি।
রাজধানীর নামিদামি অনেক স্কুল না খুললেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে অনলাইনে। অভিভাবকরা চান, দ্রুতই এ অবস্থার অবসান হোক। তারা বলছেন, রাস্তাঘাটের নিরাপত্তা ও গুমট পরিবেশ কাটিয়ে আবারও খুলে যাক সব শিক্ষা প্রতিষ্ঠান।