ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। গণআন্দোলনের মুখে সরকার পতনে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোথাও সাম্প্রদায়িক হামলার কথা শোনা যাচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এসময় ভিন্ন ধর্মালম্বীদের বসতবাড়ি এবং বিরাধী মতের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াত। বিভিন্ন জায়গায় জামায়াত এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মন্দির পাহারা দিতেও দেখা গেছে।
এমন আবহে এবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এলেন জামায়াতের প্রধান। সেখানে মন্দির কর্তৃপক্ষ এবং পুরোহিতদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ডা. শফিক বলেন, আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় দেবো না। যদি জামায়াত ও ছাত্রশিবিরের নাম কিংবা ব্যানার ব্যবহার করে কেউ আপনাদের জানমালের ক্ষতি করে, তার তালিকা আমাদের দিন। আমরা কেমন শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করি, তা আপনারা দেখতে পাবেন।
এজন্য সহযোগিতা কামনা করেন তিনি।