‘বাংলা ব্লকেড’ কর্মসূচি: সব সড়ক ছেড়ে শাহবাগে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ইস্তফা দিয়ে শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা৷
সোমবার রাত ৮টার দিকে রাজধানীর ফার্মগেট, এক্সপ্রেসওয়ে, কারওয়ান বাজার, বাংলামোটর, সায়েন্সল্যাব, নীলক্ষেত, চানখারপুল, মেয়র হানিফ ফ্লাইওভার, মৎস্য ভবন ছেড়ে শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিকেল ৩টা থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ও মোড় অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। জানা যায়, শাহবাগে শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।