সেন্সরবোর্ড সদস্য হলেন পূর্ণিমা
বিনোদন প্রতিবেদক : নতুন করে গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আগামী এক বছরের জন্য পুনর্গঠিত কমিটিতে রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের ১৫ সচিবসহ চলচ্চিত্র অঙ্গনের ১৫ ব্যক্তিত্ব। সেই তালিকায় যুক্ত হয়েছেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন রবিবার (১২ মে) জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রজ্ঞাপন বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান ও বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্যসচিব করে নতুন কমিটি যাত্রা করল।
নতুন কমিটিতে সদস্য হিসেবে পূর্ণিমা ছাড়াও আছেন জ্যেষ্ঠ অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচী। এ ছাড়াও আছেন জ্যেষ্ঠ অভিনেতা আজিজুল হাকিম, প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম, এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন প্রমুখ।
সেন্সর বোর্ডের নতুন সদস্য অভিনেত্রী পূর্ণিমা বলেন, আমাকে কমিটিতে রাখার জন্য তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ।
সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আরও আছেন; আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।