মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫৯ বছরের উর্বশীকে ভেঙে ফেলা হচ্ছে

news-image

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : উর্বশী শব্দের অর্থ ‘সুন্দরী’ বা ‘অনন্ত যৌবনা অপ্সরা।’ তবে সিনেমা হলের ক্ষেত্রে বোধ হয় এই অর্থটি সঠিক নয়। কারণ এবার ভেঙে ফেলা হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫৯ বছরের পুরোনো সিনেমা হল ‘উর্বশী।’ এই স্থানে গড়ে উঠবে আধুনিক সিনেপ্লেক্সসহ ছয় তলা বাণিজ্যিক ভবন।

একসময় গ্রাম-বাংলার মানুষের বিনোদনের অন্যতম উৎস ছিল সিনেমা। ফলে ফুলবাড়ীর উর্বশী হলে ঢাকার সঙ্গে তাল মিলিয়ে মুক্তি পেত নতুন সিনেমা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে মানুষ ছুটে আসত উবর্শীতে, সিনেমা দেখতে। যদিও বর্তমানে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে এ সিনেমা হল।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৬৩ সালে ফুলবাড়ীর সাবেক চেয়ারম্যান নূরুল হুদা উর্বশী সিনেমা হল চালু করেন। পরে কয়েক দফায় এই সিনেমা হলের সংস্কার করা হয়। সাজানো হয় নতুন ভাবে। আর এখন তা ভেঙে নতুন করে আধুনিক সিনেপ্লেক্সের আদল দেওয়া হবে বলে জানিয়েছেন সিনেমা হলের মালিক ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম মতি।

তিনি বলেন, ‘প্রথমদিকে হলটি অন্য স্থানে ছিল। ১৯৭৪ সালে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে হলটি নতুন করে নির্মাণ করা হয়। ১২০০ আসনের হলটি ১৯৯৫ সালে ঢাকার মধুমিতা সিনেমা হলের ডিজাইনার হানিফ সাহেবকে দিয়ে সাজানো হয়। বাবা মারা যাবার পর আমি হলটির দায়িত্ব পাই। বর্তমানে হল বন্ধ।’

তিনি আরও বলেন, ‘উর্বশী ভেঙে মার্কেট করা হবে। নিচে শপিংমল এবং উপরে ফুডকোর্ট, কনভেনশন সেন্টার, উন্নত মানের আবাসিক হোটেলসহ ১৫০ আসনের একটি এবং ১০০ আসনের একটি মোট দুটি সিনেপ্লেক্স থাকবে। এখন আগের মতো ১২০০-১৪০০ আসনের সিনেমা হল করে লাভ নেই। হাতের মুঠোয় মোবাইল থাকায় দর্শকরা ঘরে বসে অনেক কিছুই দেখতে পাচ্ছেন।’

আগের মতো দর্শক কি সিনেমা হলমুখী হবে? এই প্রশ্নে উত্তরে খুরশিদ আলম মতি বলেন,‘নতুন আদলে করলে আগের মতো দর্শকের প্রয়োজন নেই। সিনেপ্লেক্স দুটিতে আসন থাকবে ২৫০টি। এখন সিনেমার দর্শক কমেনি, তবে রুচির পরিবর্তন এসেছে।’

তিনি জানান, সিনেপ্লেক্স দুটি এমনভাবে গড়ে তোলা হবে যাতে শুধু ফুলবাড়ী নয়, আশপাশের উপজেলার দর্শকরাও যেন উর্বশীতে সিনেমা দেখতে আসে। খুরশিদ আলম মতি বলেন, ‘বর্তমান বিশ্বে এক ছাদের নিচে একাধিক সিনেমা হল বা স্ক্রিন নিয়ে সিনেমা ব্যবসা চলছে। আমরাও সেরকম চেষ্টা করছি।’

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি