শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধামইরহাটে বিএনপি কার্যালয়ে সংঘর্ষে আহত ৩০

news-image

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বিএনপি কার্যালয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা বিএনপির মতবিনিময় সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, মতবিনিময় সভায় প্রকাশ্য দিবালোকে লাঠি সোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে বিএনপির সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখরাজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজুয়ান হোসেন রঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক মোতারফ হোসেন মুকুল, উমার ইউনিয়ন যুবদলের সভাপতি মানিক হোসেন, আলমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য ফারুক হোসেন, জেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান, সোহাগ হোসেনসহ প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হন। এ ছাড়া বিএনপির সাবেক এমপির সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের চেয়ার ভাঙচুর করেছেন বলে জানা গেছে।

হামলায় আহত বিএনপি নেতা আখরাজুল ইসলাম চৌধুরী ও যুবদল নেতা শাহান চৌধুরী বলেন, ‘আগামী ২৯ আগস্ট দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ দুপুরে ধামইরহাট উপজেলা বিএনপির মতবিনিময় সভা চলছিল। এ সময় সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহার সমর্থক উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আনিছুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন, বিএনপি সমর্থক হানজালা, ছাত্রদল নেতা রুম্মন হোসেন, বহিষ্কৃত ছাত্রদল নেতা রতন ও মওদুদ, হাবীবসহ অনেকে সশস্ত্র হামলা চালায়।’

হামলার পর আহতদের ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে আখরাজুল ইসলাম চৌধুরীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাংবাদিক মোতারফ হোসেন মুকুল জানান, ছাত্রদল নেতা রুম্মন হোসেন তাকে রড দিয়ে আঘাত করে। এ সময় তার মোবাইল ফোন ভাঙচুর করা হয়। এ ছাড়া তিনি বাম হাত, চোখের ওপরে ও পিঠে আঘাত পেয়েছেন বলে জানান।

সংশ্লিষ্টরা জানান, সাবেক সংসদ সদস্য (এমপি) সামসুজ্জোহা খান, এমপি পদপ্রার্থী নাজিবুল্লাহ চৌধুরী ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপলের মনোনয়ন চাওয়ার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের আশপাশে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের