শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিপর্যয়ের মুখে মেটা টিকটকের রূপে আসছে ফেসবুক

news-image

প্রযুক্তি ডেস্ক : মেটা নিয়ে এমনিতেই সংবাদের শেষ নেই। এর মধ্যে আবার নতুন সংবাদ হাজির। ইতিহাসের সবচেয়ে বাজে এবং বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এই সংবাদ। শুধু তা নয়, জানা যাচ্ছে ফেসবুকেও আসতে যাচ্ছে পরিবর্তন। টিকটকের আদলে দেখা যাবে ফেসবুককে। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, গত কয়েক মাসের বিজ্ঞাপন সেলস কমে গেছে প্রতিষ্ঠানটির। ফলে গত তিন মাসেই মেটার মোট সম্পত্তির ১ শতাংশ হ্রাস পেয়ে ২৮ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা দাবি করছেন, ফেসবুকের পাশাপাশি টিকটকসহ অন্য সমমনা প্ল্যাটফরমগুলোর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে। করোনা মহামারীর পর ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটির সিনিয়র ইকুইটি অ্যানালিস্ট অ্যাঙ্গেলো জিনো জানান, মেটা তার ব্যবহারকারীদের ধরে রাখতে রীতিমতো যুদ্ধ করছে। একই সঙ্গে বিভিন্ন উপায়ে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করছে। তিনি বলেন, মেটা বর্তমানে ‘নো গ্রাথ’ কোম্পানিতে পরিণত হয়েছে। গ্রাহক ধরে রাখতে ফেসবুকের নিউজ ফিড পরিবর্তন করে টিকটকের মতো করার চেষ্টা চালাচ্ছেন মেটার ডেভেলপাররা। গত জুন পর্যন্ত ফেসবুকে প্রতিদিন গড়ে ১ দশমিক ৯৭ বিলিয়ন মানুষ লগ ইন করেছে। তবে ফেসবুক অ্যাপ থেকে এ সংখ্যা একটু বেশি। সেখানে গড়ে ২ দশমিক ৮৮ বিলিয়ন মানুষ প্রতিদিন লগ ইন করেছে। এর পরও প্রতিষ্ঠানটি বছরের মাঝামাঝি এসে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার বাণিজ্য হারিয়েছে। এ নিয়ে মার্ক জাকারবার্গ বলেন, সত্যিকার অর্থেই মেটা একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে ফেসবুক জানিয়েছে, ফেসবুক অ্যাপের হোম পেজ শিগগিরই টিকটকের মতো দেখাবে। সেখানে পর পর ভার্টিক্যাল পাবলিক ভিডিও আসতে থাকবে। ফলে রিলস ও টিকটকের মতো ভিডিও স্টোরিজ- সবকিছুই ফেসবুক অ্যাপের হোম স্কিন থেকে দেখা যাবে।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা