শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাম বাড়ার পর ইউরিয়া মিলছে না বগুড়ায়

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় আমন ধান চাষের শুরুতেই বাজারে ইউরিয়া সারের সঙ্কট দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ কদিন আগে বাড়তি দামে ইউরিয়া সার পাওয়া গেলেও এখন সেটাও মিলছে না। সারের জন্য কৃষকরা ডিলার ও খুচরা দোকানে ঘুরেও সার পাচ্ছেন না। এতে ফসলের কাঙ্খিত ফলন নিয়ে চিন্তার পরেছে কৃষকরা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৪৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত কৃষকেরা ৬ হাজার ২০০ হেক্টর জমিতে রোপা ধান লাগিয়েছে। তবে মাঠ পর্যায়ে ধান চাষের কার্যক্রম অব্যহত রেখেছে কৃষক।

গত জুলাই মাসে এ উপজেলার কৃষকের জন্য ১৩৭ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্ত প্রায় এক সপ্তাহ আগে থেকে স্থানীয় হাট বাজারে ইউরিয়া সারের সঙ্কট দেখা দিয়েছে। হঠাৎ করে ইউরিয়া সারের সঙ্কট কৃষকদের মাঝে চরম হাহাকার অবস্থা বিরাজ করছে।

উপজেলার ধেরুয়াহাটি গ্রামের কৃষক জাকির হোসেন জানান, তিনি ৫ বিঘা জমিতে রোপা আমন ধান আবাদ করেছেন। এ ফসলের জন্য ইউরিয়া সারের প্রয়োজনে তিনি কদিন ধরেই স্থানীয় বাজারে সার ডিলারদের কাছে ধর্না দিচ্ছেন। তারা জানিয়ে দিয়েছেন তাদের কাছে ইউরিয়া সার নেই। এতে বিপাকে পরেছেন তিনি। ফসলের কাঙ্খিত ফলন নিয়ে চিন্তিত বলেও জানান এ কৃষক।

একই এলাকার বেলাল হোসেন, হবিবর রহমান, আবু সুফিয়ান, নবীর উদ্দিনসহ অন্তত ১০জন কৃষক জানান, এখন জমিতে ইউরিয়া সার দেওয়ার উপযুক্ত সময় হলেও ডিলার কিংবা খুচরা কোথাও বাড়তি দামে সার মিলছে না। এমন হলে তারা ফসল ফলাবেন কিভাবে?

উপজেলার বিসিআইসি অনুমোদিত সার ডিলার ইয়াকুব আলী ইউরিয়া সারের সঙ্কটের তথ্য নিশ্চিত করে জানান, ইউরিয়া ছাড়া অন্য সারের কোন সঙ্কট নেই। অচিরেই এ সঙ্কটও কেটে যাবে। তবে তিনি বাড়তি দামে সার বিক্রির কথা অস্বীকার করেন।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ইউরিয়া সংকটের বিষয়টি তাদের নজরে রয়েছে। এ সারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ার কারণে সাময়িক সঙ্কট দেখা দিয়েছে। আগামী রোববার বা সোমবারের মধ্যে ইউরিয়া সারের সঙ্কট কেটে যাবে।

 

এ জাতীয় আরও খবর