শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাবিতে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত মমতার

news-image

নিজস্ব প্রতিবেদক বগুড়া : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছেন না বগুড়ার মেয়ে মমতা খাতুন। ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে মেধা তালিকায় ১০৪০ তম স্থান অধিকার করেছেন তিনি। মমতা বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের বেলগাড়ী গ্রামের রমিজ উদ্দিন ও মঞ্জুয়ারা বেগমের মেয়ে।

মঞ্জুয়ারা বেগম জানান, এক মেয়ে ও দুই ছেলের পর জন্ম হয় মমতার। তবে প্রতিবন্ধী ছেলের পর সংসারে আরও একটি মেয়ে হওয়ায় স্ত্রী-সন্তানকে রেখে ঘর ছেড়ে চলে যান স্বামী রমিজ উদ্দিন। এরপর বিপাকে পড়েন তারা। তবে দারিদ্রতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করেছেন মঞ্জুয়ারা। কোলের সন্তান নিয়েই ঢালাই কারখানাতে কাজ শুরু করেন তিনি।

২০০২ সালের ৫ মার্চ জন্ম হয় মমতার। পাঁচ বছর বয়সে বেলগাড়ী ব্র্যাক স্কুলে ভর্তি হয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েন। ভালো ফলাফল করায় প্রতিবেশী মনির হোসেন মমতাকে লেখাপড়া করান।

মনির বলেন, ‘মমতার ভেতরে পড়ালেখার প্রতি অদম্য ইচ্ছাশক্তি আছে। ওর আগ্রহ দেখেই আমার সাধ্যমত আর্থিক সহযোগিতা করি।’

ষষ্ঠ শ্রেণিতে ফাঁপোর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন মমতা। কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। পরে আদর্শ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন। কলেজের শিক্ষকরাও মমতাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। কিছুদিন আগে মমতাদের বাড়িতে বিদ্যুত সংযোগ এসেছে। তার আগ পর্যন্ত কেরোসিন জ্বালিয়েই পড়াশোনা করেন মমতা।

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ার পর ইচ্ছে ছিল ঢাবিতে পড়ার। সেই লক্ষ্যেই ভর্তি পরীক্ষায় অংশ নেন মমতা। তবে স্বপ্ন পূরণের পর এখন তার চিন্তা ঢাবিতে ভর্তি হয়ে শেষ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারবেন কিনা! যেখানে দুই বেলা ভালো খাবারের নিশ্চয়তা নেই, পরার ভালো কাপড় নেই; সেখানে পড়াশোনার খরচ চালানোটা বেশ কঠিন ব্যাপার।

এ বিষয়ে মমতা বলেন, ‘আমি লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি করতে চাই। মেয়ে সন্তান হয়ে জন্মেছি বলে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি কোনোদিন বাবার আদর পাইনি। তাই সমাজে আমার মতো যারা অবহেলিত আছে তাদের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখি।’

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা