শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের মাদকবিরোধী অভিযান, ৩৫ দিনে গ্রেফতার প্রায় ২২ হাজার, ৫২ দিনে ৮০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে র‌্যাব

news-image

দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চালিয়ে পহেলা রমজান (১৭ মে) থেকে গত ২০ জুন পর্যন্ত ৩৫ দিনে ২১ হাজার ৮৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ের মধ্যে মামলা হয়েছে ১৫ হাজার ৯৪৭টি। এদিকে গত ৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত ৫২ দিনে মোট ৮০ কোটি টাকার বিভিন্ প্রকার মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সহেলী ফেরদৌস বলেন, রমজান মাসের শুরু থেকে মাদকের বিরুদ্ধে বিশেষ সাড়াশি অভিযান চালানো হচ্ছে। এরই প্রেক্ষিতে গত ১৭ মে (পহেলা রমজান) থেকে গত ২০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ হাজার ৮৮৩ জন মাদক সেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দেশের বিভিন্ন থানায় মাদক আইনে ১৫ হাজার ৯৪৭ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, এই ৩৫ দিনে ২৪ লাখ ৫৫ হাজার ৫৩৮ পিস ইয়াবা ট্রাবলেট, ৪ হাজার ২২৩ কেজি ৫৬৯ গাঁজা, ২ লাখ ৯৬ হাজার ৫৩৭ লিটার দেশি মদ, ৫৪ কেজি ১০৯ গ্রাম হেরোইন, ৪০ হাজার ৭৬১ বোতল ফেন্সিডিল ও ২ হাজার ২৯৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানকালে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাকও জব্দ করা হয়েছে।

এদিকে র‌্যাব জানায়, গত ৩ মে র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে র‍্যাবকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। এরপর গত ৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৪০৯টি অভিযান চালিয়ে ১ হাজার ৯০৩জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি ৬৩৯ গ্রাম হেরোইন, ৯ লাখ ৯৩ হাজার ২৫৪ পিস ইয়াবা, ৮ হাজার ৯৪৮ বোতল ফেন্সিডিল, ৬৭৬ কেজি ৫৪৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ১৬৮ বোতল বিদেশি মদ ও ৪ লাখ ১২ হাজার ৯৬৮ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮০ কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের