নরসিংদীতে কবরস্থানের পাশে একই পরিবারের ৩ জনের লাশ
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের কবরস্থানের পাশ থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই গ্রামের কাজল মিয়া (৪৫), তার মেয়ে শারমিন আক্তার কাকলি ও ছেলে আব্দুলাহ।
লাশগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।