রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ওজিলকে নিয়ে চাপে জার্মানি

news-image

নিউজ ডেস্ক।। একে প্রথম ম্যাচে হার। তার ওপর মেসুত ওজিলকে নিয়ে অসন্তোষ ক্রমশ বাড়ছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি রয়েছে প্রবল চাপে, যা স্বীকার করে নিচ্ছেন তাদের কোচ জোয়াচিম লোও।

মেক্সিকোর কাছে প্রথম ম্যাচে হারার পর শনিবার দ্বিতীয় ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে লো’র দল। শুরুতেই জার্মানির এই বিপর্যয়ের জন্য অনেকেই আঙুল তুলছেন ওজিলের দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

সমালোচকদের দাবি, ওজিল হৃদয় দিয়ে খেলেন না। দেশের হয়ে মাঠে নামার জন্য তার মধ্যে কোনো আবেগ নেই।

যার জবাব দেয়ার চেষ্টা করেছেন জার্মানি দলের ক্রীড়া পরিচালক অলিভিয়ের বিয়েরহফ। বুধবার তিনি বলেন, ‘মেক্সিকোর কাছে হারের পরে সমালোচনা হজম করতেই হবে। কিছু করার নেই। কিন্তু কিছু কিছু মন্তব্য মাত্রা ছাড়িয়ে গেছে। শুধু ওজিলের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই। সঠিক সমালোচনা হলে, তা মেনে নেয়া যায়। কিন্তু সম্ভাব্য বিশ্ব চ্যাম্পিয়নদের কেউ যদি অপমান করতে চায়, সেটা ঠিক না।’

দ্বিতীয় ম্যাচে ওজিলকে শুরুর একাদশে না রাখার জন্য ক্রমশ চাপ আসছে কোচ লো’র ওপর। সুইডেনের কাছেও জার্মানি যদি হারে, তাহলে তাদের দেশে ফেরার প্রস্তুতি শুরু করতে হবে। জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউসও ক্ষুব্ধ ওজিলের ওপর, ‘মাঠে ওজিলকে দেখে মনে হয়, ও জার্মানির জার্সি গায়ে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না। মনে হয় যেন ওর খেলার ইচ্ছেই নেই। গত দু-এক বছর ধরে ওর যা ফর্ম, তাতে ওর বিশ্বকাপ দলে থাকাই উচিত নয়।’

এই সমালোচনার ঝড়ের মধ্যেই সুইডেন ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে জার্মানি দল। যে ম্যাচ নিয়ে বেশ চাপে রয়েছে তারা। দলের অন্যতম বড় তারকা টমাস মুলার বলছেন, ‘আমাদের সামনে এখন দুটি প্রধান কাজ। প্রবল চাপে আছি আমরা। এখন মনে মনে হেরে গেলে কখনই পরের দুই ম্যাচে জিততে পারব না। আর একে অপরের ভুল ধরলেও চলবে না। এখন সুইডেনকে হারানো ছাড়া কোনো কাজ নেই আমাদের।’

এ জাতীয় আরও খবর

পেঁয়াজের দাম দ্বিগুণ, সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী

‘ট্রাম্প-শি-মোদি ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, আমাদের করতে হবে’

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

আগামী নির্বাচন দেশের ইতিহাসে সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে সৃজিতের?

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিয়া থেকে এক হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

কঙ্গোতে নৌকা উল্টে নিহত অন্তত ১৪৮

নিজের বাড়ির সামনেই ভেসে উঠল সেই শিশুর মরদেহ

‘একমত চিহ্নিত করেছি, জাতির আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরি হবে’