খুলনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫
ডেস্ক রিপোর্ট : খুলনার ডুমরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১৫ জন। তাদের উদ্ধার করে খুলা মেডিকেলে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতরা সবাই বাসের ছাদে ছিলেন। বাসটি ডুমুরিয়া থেকে খুলনা যাচ্ছিল। পথে করাতিয়া এলাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায় এতে ৫ যাত্রী নিহত হয়। সারাবাংলা