স্পেন দ্বিতীয় রাউন্ডের পথে ইরানকে হারিয়ে
স্পোর্টস ডেস্ক।। প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে ‘হার’ মানতে হয়েছিল স্পেনকে। তার হ্যাটট্রিকের কাছে মাথানত করে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তারা। ফলে ইরানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল।
টুর্নামেন্টে টিকে থাকতে জয় ভিন্ন কোনো বিকল্প পথ খোলা ছিল না স্প্যানিশদের সামনে। সেই যাত্রায় উতরে গেল ২০১০ বিশ্বচ্যাম্পিয়নরা। মুসলিম দলটিকে ১-০ গোলে হারিয়েছেন তারা। জয়সূচক গোলটি করেছেন স্ট্রাইকার ডিয়েগো কস্তা। এ জয়ে দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে গেল স্পেন।
কঠিন সমীকরণ নিয়ে খেলতে নেমে শুরুতেই ইরানের ওপর ঝাঁপিয়ে পড়েন ইনিয়েস্তারা। প্রথমার্ধের পুরোটা সময় সেই ধারা বজায় রাখেন তারা। ৮২ শতাংশ বল রাখেন নিজেদের দখলে। তবে ইরানি ডিফেন্ডারদের কড়া মার্কিংয়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি কস্তা, ইস্কোরা। তাদের সব আক্রমণ ভেস্তে দেন ইরানি রক্ষণসেনারা। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল।