চীনের সঙ্গে নিরস্ত্রীকরণ নিয়ে সফল আলোচনা হয়েছে: উ.কোরীয় সংবাদমাধ্যম
উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানায় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ। বুধবার সংবাদমাধ্যটি তাদের এক প্রতিবেদনে জানায়, কিম-শি আলোচনায় কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন।
প্রসঙ্গত, চীন ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, কিমের বেইজিং সফর বুধবার শেষ হওয়ার কথা রয়েছে।
কেসিএনএ জানায়, কিম ও শি গত সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়টি মূল্যায়ন করেন। একইসাথে, নিরস্ত্রীকরণের বিভিন্ন দিক নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেন এই দুই নেতা। এছাড়া, শি’র সঙ্গে বৈঠকে কোরীয় উপদ্বীপে ‘সত্যিকার শান্তি’ প্রতিষ্ঠায় একটি নতুন ভবিষ্যতের দ্বার উন্মোচনেরও আশ্বাস দেন বেইজিং সফররত কিম।
কেসিএনএ আরও জানায়, শি চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্কে আরও নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মন্তব্য করেন। অন্যদিকে, কিম বলেন, উত্তর কোরিয়া সবসময়ই চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্ক রক্ষায় বদ্ধপরিকর। রয়টার্স